Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১। খাদ্য শষ্যের বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকারী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিলার নিয়োগ করে তাদের মাধ্যমে সাধারণ সীমিত আয়ের মানুষদের জন্য ও.এম.এস ও ফেয়ার প্রাইসের মাধ্যমে চাল বিক্রি করা হয়।

২। মৌসুম ভিত্তিক সাধারণ কৃষকদের ন্যায্যমূল্য প্রদানের লক্ষ্যে তাদের নিকট থেকে সরাসরি ধান/ গম ক্রয় করা হয়।

     এছাড়া ভিজিডি, ভিজিএফ, কাবিখা, টিআর ও অন্যান্য জরুরী গ্রাহক ইত্যাদির মাধ্যমে বাজার স্থিতিশীল করে মানুষদের   

     চাল/গম ক্রয়ের সাধ্যের মধ্যে রাখা হয়।